শিরোনাম

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে টিকটক

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন   |   বিজ্ঞান ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যায় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে এবার সর্বসম্মতিক্রমে টিকটক বন্ধের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা নষ্ট হবে না। সুপ্রিম কোর্টের রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি কোনো পদক্ষেপগ্রহণ না করেন তাহলে রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে। যদিও এখন যুক্তরাষ্ট্রে টিকটকের ভাগ্য নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের ওপর। কারণ এর আগে তিনি টিকটককে সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিষয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর: