শিরোনাম

জাবিতে গাছ কেটে অপরিকল্পিত উন্নয়নের প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন   |   ক্যাম্পাস

জাবিতে গাছ কেটে অপরিকল্পিত উন্নয়নের প্রতিবাদে মানববন্ধন


মোঃ নিশান খান

গাছ কেটে ভবন নির্মাণ ও পরিকল্পনাহীন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবাদে দুই দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাবি দুটি হলো—(১) মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত বৃক্ষ নিধন ও যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ কর এবং (২) অবিলম্বে লেক খনন করে ক্যাম্পাসের প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন (একাংশ) এর সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “আমরা স্পষ্ট বলেছি, মাস্টারপ্ল্যান ছাড়া জাহাঙ্গীরনগরে কোনো ভবন নির্মাণ হবে না। বিগত আওয়ামী প্রশাসন আন্দোলনকারীদের কথা তোয়াক্কা না করে চালিয়ে গেছে ‘শপিং লিস্ট উন্নয়ন’। সবুজ জাহাঙ্গীরনগর এখন অধিকাংশেই কংক্রিটের জঙ্গল। ১৪৮৫ কোটি টাকার লুটপাটে ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি যেমন মরেছে, তেমন তৈরি হয়েছে নিম্নমানের ভবন, যেগুলো শিক্ষার্থীদের কোনো কাজে তো লাগেইনি, বরং নষ্ট করেছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। লেকচার থিয়েটার হল নির্মাণের পরেও কীসের এত ভবনের প্রয়োজন?”

তিনি আরও বলেন, “আওয়ামী উন্নয়ন দর্শন অনুসরণ করেই নতুন প্রশাসন আজ আবারও অপরিকল্পিতভাবে গাছ কাটতে উদ্যত। দায়িত্ব গ্রহণের এত মাস পরেও মাস্টারপ্ল্যানের টেন্ডার আহ্বান করতে প্রশাসন ব্যর্থ কেন? কার কথায়, কার নির্দেশে আর কার স্বার্থ হাসিল করতে আবারও গাছ কাটার উদ্যোগ? এই প্রশ্ন আমরা করতে চাই।”

ছাত্রফ্রন্টের সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বর্তমান প্রশাসনের অনেকেই মাস্টারপ্ল্যান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কিন্তু তারাই এখন যত্রতত্র গাছ কেটে, লেক ভরাট করে ভবন নির্মাণের পাঁয়তারা চালাচ্ছেন। আমরা অবিলম্বে মাস্টারপ্ল্যানের টেন্ডার চাই। এর আগে কোনো ভবন নির্মাণ চলবে না।”

তিনি আরও বলেন, “লেক খননের মাধ্যমে জলপ্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে লেক ও পরিবেশ রক্ষা কমিটি গঠন করতে হবে।”

ক্যাম্পাস এর আরও খবর: