জাবি ভর্তিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবি ছাত্রশিবিরের

নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ ফি ও অন্যান্য খাতে অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।আজ বুধবার (১৬ এপ্রিল) জাবি ছাত্রশিবির এক চিঠির মাধ্যমে মাননীয় উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত ফি বাতিলের দাবি জানিয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সময় মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য ১৪,১৬৫ টাকা এবং বিজ্ঞান অনুষদের জন্য ১৪,১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ ফি নামে ৬ হাজার টাকা অন্তর্ভুক্ত ছিল। তবে চলতি শিক্ষাবর্ষে ফি আরও বাড়ানোর আশঙ্কা করা হচ্ছে।শিক্ষার্থী কল্যাণ ফি নিয়ে তারা অভিযোগ করে বলেন, অতীতে এই ফি “বিভাগ উন্নয়ন ফি” নামে নেওয়া হতো, যা ২০১৯-২০ শিক্ষাবর্ষে আন্দোলনের প্রেক্ষিতে বাতিল হলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন নামে পুনর্বহাল করা হয়েছে। তারা এটিকে শিক্ষার্থীদের উপর আর্থিক জুলুম হিসেবে আখ্যা দেন।
সংগঠনটির সভাপতি মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেকেই ভর্তি ফি জোগাড় করতে গবাদিপশু বিক্রি কিংবা ধারদেনার ওপর নির্ভর করেন। এমতাবস্থায় অতিরিক্ত ফি গ্রহণ অমানবিক।”
অবিলম্বে বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করে ভর্তির সামগ্রিক ব্যয় কমিয়ে উচ্চশিক্ষাকে আরও জনবান্ধব করার আহ্বান জানান তারা।