শিরোনাম

আইআইটি-জেইউ স্পোর্টস ক্লাব পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

 প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন   |   ক্যাম্পাস

আইআইটি-জেইউ স্পোর্টস ক্লাব পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

নিশান খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি-জেইউ) আয়োজিত আইআইটি-জেইউ স্পোর্টস ক্লাব পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩-২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ক্রিকেট, ফুটবল এবং শাটলচ্যাম্পস ২.০ (ব্যাডমিন্টন) প্রতিযোগিতায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

আজ শুক্রবার (২১ মার্চ) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইটি-জেইউ-এর পরিচালক, ড. রিসালা তাসিন খান। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং শিক্ষাজীবনে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, "এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দলগত চেতনা, শৃঙ্খলা ও মানসিক সুস্থতা গঠনে সহায়ক ভূমিকা রাখে।"

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি-জেইউ-এর সাবেক পরিচালক ড. এম. শামীম কায়সার। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ক্রীড়া কার্যক্রমের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আইআইটি-জেইউ স্পোর্টস ক্লাবের সাবেক সভাপতি (২০২৩-২৪) মুয়াম্মার শাহরিয়ার বলেন, "এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক চাপ কমাতে সাহায্য করে এবং তাদের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।"

সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তন্ময় ৪২ আবর্তনকে ধন্যবাদ জানান, যাঁরা আইটিপিএল ক্রিকেটে প্রাইজমানি স্পনসর করেছেন।

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও কৃতিত্বকে যথাযথভাবে সম্মান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ভবিষ্যতেও এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ক্যাম্পাস এর আরও খবর: