৩০০ ফিটে কলেজছাত্রীর পর বন্ধু কাব্যের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই স্থান থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধার করা হয়। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহীনুর রহমান কাব্য আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং কচুক্ষেত এলাকার বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে। অপরদিকে, নিহত সুজানা রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুজানা ও কাব্য ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একসঙ্গে কোচিং করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। গত সোমবার বিকেলে সুজানা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে কাব্যের সঙ্গে পূর্বাচলে মোটরসাইকেলে করে বেড়াতে আসে। পরে সুজানা আর কাব্য বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। গতকাল মঙ্গলবার সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে একই স্থান থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বাচলে বেড়াতে এসে রাতের কোনো এক সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের লেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে নিহত কাব্যের বাবা হারুনুর রশীদ বলেন, গত সোমবার বাড়ি থেকে ঘুরতে বের হওয়ার কথা বলে বের হওয়ার পর থেকেই কাব্য নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন গণমাধ্যামে সুজানার লাশ উদ্ধারের খবর প্রচার হওয়ার পর জানতে পারি কাব্য সুজানার সঙ্গে পূর্বাচলে বেড়াতে গিয়েছিল। আজ বুধবার সকালে একই জায়গা থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট এলে বাকিটা বলা যাবে। এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না তা পুলিশকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।’