দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম এলাকায় চিকিৎসাবঞ্চিত পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে গুইমারা রিজিওনের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের অধীন কুকিছড়া পাড়া এলাকায় এ চিকিৎসা প্রদান করা হয়। জানা যায়, সকালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কৌশিক জাহান। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা দেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া আহমেদ। এসময় ৪৫০ জন পাহাড়ি ব্যক্তিকে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। একই সময়ে শতাধিক পাহাড়িকে কম্বল দেওয়া হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কৌশিক জাহান বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক রয়েছে। সেনাবাহিনী শুরু থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে আছে। এর অংশ হিসেবে দুর্গম পাহাড়ি জনপদে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।