শিরোনাম

বিডিআরের ১৬৮ জওয়ান মুক্তি পাচ্ছেন আজ

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন   |   সামরিক প্রশাসন

বিডিআরের ১৬৮ জওয়ান মুক্তি পাচ্ছেন আজ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান। বৃহস্পতিবার এসব বন্দিরা ৪টি কারাগার থেকে মুক্তি পাবেন। কারা সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন বিডিআর হাজতি বন্দিদের মুক্তি দেওয়া হবে কিছুক্ষণ পর। এছাড়া ঢাকা জেল ছাড়াও কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জন রয়েছেন। তারা আজই মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এদিকে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

সামরিক প্রশাসন এর আরও খবর: