শিরোনাম

চট্টগ্রাম স্টেশনে দুই ৩ ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন   |   মহানগর

চট্টগ্রাম স্টেশনে দুই ৩ ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। চট্টগ্রাম স্টেশন থেকে এক থেকে তিন ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিলম্বে ছেড়েছে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। অপেক্ষাকৃত কম অপেক্ষা হয়েছে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন থেকে বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস দুই ঘণ্টা ১০ মিনিটি বিলম্বে সকাল ৮টা ১০ মিনিটে, সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টার পরিবর্তে এক ঘণ্টা বিলম্বে সাড়ে ৮টায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে ৮টা ৫০মিনিটে, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যায়।

অন্যদিকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস দেড় ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১০টায় ছাড়ে। সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে। ট্রেনটি সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা ৫ মিনিট বিলম্বে ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম থেকে সবগুলো ট্রেনই ছেড়ে গেছে। তবে কিছুটা বিলম্ব হয়েছে। মধ্যরাতে রানিং স্টাফদের অবরোধ প্রত্যাহার হওয়ার পর ভোর থেকে আনুষঙ্গিক কাজ করতে হয়েছে। এতে ট্রেনগুলো ছাড়তে শিডিউলের চেয়ে কিছুটা বিলম্ব হয়েছে।’

মহানগর এর আরও খবর: