শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন   |   মহানগর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার সুয়াগাজী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এই উচ্ছেদ অভিযান চালায়।

জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শত শত দোকানঘর নির্মাণ করা হয়েছিল। সওজ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সুয়াগাজী বাজারের নতুন ও পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। এ সময় সওজের কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান প্রমুখ। 

মহানগর এর আরও খবর: