শিরোনাম

ডেমরায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন   |   মহানগর

ডেমরায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ডেমরা সুলতানা কামাল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।  

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগম জানান, সুলতানা কামাল সেতু দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে ঢুকছিলেন আরিফ। সেতুর পাশে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার পর লেগুনাটি রেখে চালক পালিয়ে গেছেন। লেগুনাটি জব্দ করা হয়েছে।

এদিকে মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসেন আরিফের সহকর্মীরা। তারা জানান, আরিফ পরিবার নিয়ে দক্ষিণ বনশ্রীতে থাকেন। সেখানে এবি ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপ রয়েছে তার। দুদিন আগে স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের রেখে দুপুরে একাই মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানতে পেরেছেন তারা।

মহানগর এর আরও খবর: