পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে কোপ, ঢামেকে মৃত্যু

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়ায় হুসাইন শুভ (৩৫) নামে একজন মুরগি ব্যবসায়ীকে কুপিয়েছিলেন শাকিল নামে এক যুবক। আহত অবস্থায় শুভকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালের দিকে মৃত্যু হয় শুভর। এর আগে গত সোমবার দিবাগত রাতে তাকে ঢামেকে আনা হয়।তার আগে রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজার বড় মসজিদের পিছনে শুভকে কুপিয়ে আহত করেন শাকিল। নিহতের ভাই শাহাদাত হোসেন বলেন, তাদের বাসা লালবাগ ডুরি আঙ্গুল লেন এলাকায়। নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করতেন শুভ। বাবার নাম মৃত আব্দুস সালাম। নবাবগঞ্জ এলাকার শাকিল নামে এক যুবকের কাছে শুভ ১১০০ টাকা পেতেন। সোমবার রাতে পাওনা টাকা চাইতে গেলে শাকিল তাকে কুপিয়ে আহত করেন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। সেখানে শুভর মৃত্যু হয়েছে।লালবাগ থানার নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত শুভর ময়নাতদন্ত হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।