শিরোনাম

শাশুড়িকে খুন করে উধাও জামাই

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন   |   মহানগর

শাশুড়িকে খুন করে উধাও জামাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়ের জামাইয়ের হাতে খুনের শিকার হয়েছেন রশিদা বেগম (৪৫) নামে এক নারী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত জামাই। রোববার (৯ মার্চ) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। আর অভিযুক্ত মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে হেলাল উদ্দিন মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের জামাই মানিকের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। আজ রোববার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে স্ত্রী তার কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় মানিকের। একপর্যায়ে মানিক লোহার রড দিয়ে তার শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর পালিয়ে যায় মানিক।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। কেন, কী কারণে ওই নারী খুনের শিকার হলেন তার বিস্তারিত পরে জানানো হবে।’

মহানগর এর আরও খবর: