শিরোনাম

ঈদ ঘিরে চট্টগ্রামে প্রসাধনীর দোকানে নানা পণ্যের সমাহার

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:১৫ অপরাহ্ন   |   মহানগর

ঈদ ঘিরে চট্টগ্রামে প্রসাধনীর দোকানে নানা পণ্যের সমাহার

ঈদ ঘিরে চট্টগ্রামের প্রসাধনী সামগ্রীর দোকানগুলোকে সাজানো হয়েছে নানা পণ্য দিয়ে। রয়েছে মেয়েদের জন্য হরেক রকমরে প্রসাধনী সামগ্রী। তবে এখনো শুরু হয়নি ঈদ কেন্দ্রিক কেনাবেচা। এদিকে বিক্রেতারা বলছেন, আমদানি করা পণ্য কম আসায় দেশি পণ্যের চাহিদা বেড়েছে। অলংকার নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। পাশাপাশি রূপচর্চার নানা পণ্য দিয়ে নিজেকে সাজানোর শখটা যেন সব নারীরই। এর মধ্যে ঈদ আসলেই বিশেষ করে চাহিদা বাড়ে মেহেদির।

রমজানের শুরু থেকেই চট্টগ্রামের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টারের কসমেটিকসের দোকানগুলোতে সাজানো রূপচর্চার নানা ধরনের পণ্য। এরমধ্যে রয়েছে লিপস্টিক, ফেসপাউডার, ফেসওয়াশ, ফেসপ্যাক, নেলপলিশসহ বেশ কিছু পণ্য। ঈদ ঘিরে ফ্যাশন সচেতন তরুণীদের ভিড়ও চেখে চোখে পড়ার মতো।

এবছর বাজারে বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রসাধনী পণ্যের সংখ্যা অনেকটাই কমেছে। তাই দেশি পণ্য মাতিয়ে রেখেছে বাজার। তবে রমজানের শুরু হওয়ায় এখনো পুরোপুরি কেনাবেচা জমে উঠেনি- বলছেন বিক্রেতারা। প্রতিবছর ঈদ ঘিরে চট্টগ্রামের মার্কেটগুলোতে শত কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বেচাকেনা হয়- বলছেন সংশ্লিষ্টরা।

মহানগর এর আরও খবর: