চল্লিশে দৈনিক পূর্বকোণ

৪০ বছরে পা রেখেছে দৈনিক পূর্বকোণ। এ উপলক্ষে সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী।
১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করেছিল দৈনিক পূর্বকোণ, যিনি ২০০৭ সালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সময়ের আবর্তে পূর্বকোণের হাল ধরেছিলেন তাঁর সন্তান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী। ২০১৭ সালের ১৫ নভেম্বর ঢাকার ধানমণ্ডিতে রেনেসাঁ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সুদীর্ঘ এই পথচলায় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের সমর্থনে দৈনিক পূর্বকোণ এখন বৃহত্তর চট্টগ্রামের লাখো পাঠকের আস্থার প্রতীক। সর্বাধিক প্রচারিত দৈনিক। সুচিন্তিত ও পরিকল্পিত পদক্ষেপে পূর্বকোণ দেশের পূর্বাঞ্চলীয় জনপদে বিশেষ প্রভাব রেখেছে, যার স্বীকৃতিও মিলেছে সেরা আঞ্চলিক দৈনিক হিসাবে। সূচনালগ্ন থেকে খ্যাতিমান সাংবাদিকদের সাথে একঝাঁক তরুণ কর্মীর সম্মিলিত প্রয়াসের ফসল দৈনিক পূর্বকোণ। প্রতিষ্ঠাকালে সম্পাদক হিসাবে নেতৃত্ব দেন প্রথিতযশা সম্পাদক কে জি মোস্তফা। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, আকর্ষণীয় ফিচার, ক্রীড়া ও সংস্কৃতির তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে পূর্বকোণ সহজে পাঠকের মন জয় করে নেয়। চট্টগ্রামসহ দেশের প্রায় সবকটি সামাজিক-সাংস্কৃতিক-সার্বজনীন কর্মউদ্যোগকে প্রণোদনা দিতে থাকে পূর্বকোণ। ফলে সরকারি ও বেসরকারি সংস্থার জরিপে দেশের আঞ্চলিক দৈনিকগুলোর মধ্যে সেরা বলে উল্লেখ করা হয় এই পূর্বকোণকে। ১৯৯৪ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মূল্যায়নেও পূর্বকোণকে সেরা দৈনিক হিসাবে উল্লেখ করা হয়।