শিরোনাম

রাজবাড়ী প্রেসক্লাবে থাকা শেখ হাসিনার নামফলক ভাঙলেন শিক্ষার্থীরা

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

রাজবাড়ী প্রেসক্লাবে থাকা শেখ হাসিনার নামফলক ভাঙলেন শিক্ষার্থীরা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সাড়ে ছয় মাস পর রাজবাড়ী প্রেসক্লাবে থাকা তার নাম সংবলিত ফলক ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রেলগেট এলাকায় কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা প্রেসক্লাবে গিয়ে প্রথম ও দ্বিতীয় তলার দুটি ফলক হাতুরি দিয়ে ভেঙে ফেলেন। 

জানা গেছে, রেলগেট শহীদ স্মৃতি চত্বর এলাকায় কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা সবাই একত্রিত হয়ে রাজবাড়ী প্রেসক্লাব ভবনের নিচ তলায় সিঁড়িতে উঠার হাতের ডান সাইডে দেয়ালের সাথে থাকা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলক ও প্রেসক্লাবের উদ্বোধনী নামফলকে শেখ হাসিনার নাম থাকায় সেটা হাতুড়ি দিয়ে ভেঙে দেন। এছাড়াও প্রেসক্লাবের দোতলায় থাকা নাম ফলকে শেখ হাসিনার নাম থাকায় সেটাও তারা ভেঙে দেন।

এদিকে প্রেসক্লাবে থাকা শেখ হাসিনার নাম ফলক ভাঙার ভিডিওটি বিকেলের পর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, এইচ এম হাসিবুল ইসলাম, মো. ফাহাদুল ইসলাম, তাহসিন বিন আতিয়ার তামিমসহ ৫/৬ জন সেখানে উপস্থিত ছিলেন।

মিডিয়া কর্নার এর আরও খবর: