শিরোনাম

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন   |   তথ্যপ্রযুক্তি

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম

ইন্টেলের সঙ্গে নতুন প্রযুক্তির ওপর উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এই পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েক মাস ধরে চলতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইন্টেলের সঙ্গে কোটি কোটি ডলার মূল্যের উৎপাদন চুক্তি করবে কি না, তার সিদ্ধান্ত নিতে কোম্পানি দুটি পরীক্ষাগুলো চালাচ্ছে। যদি তারা ইন্টেলের সঙ্গে চুক্তি করে, তা কোম্পানিটির জন্য বিপুল আয়ের উৎস হতে পারে। এই চুক্তি ইন্টেলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

বর্তমানে ইন্টেলের ১৮এ প্রযুক্তির ওপর পরীক্ষা চালাচ্ছে এনভিডিয়া ও ব্রডকম। এই প্রযুক্তি দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে, এটির মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসর এবং অন্যান্য জটিল চিপ তৈরি করা সম্ভব। ইন্টেলের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে তাইওয়ানের টিএসএমসি, যা বিশ্বব্যাপী চিপ বাজারে প্রাধান্য বিস্তার করেছে। এএমডি ইন্টেলের ১৮এ উৎপাদন প্রক্রিয়া পর্যালোচনা করছে। তবে পরীক্ষামূলক চিপ পাঠানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ইন্টেল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নির্দিষ্ট গ্রাহকদের বিষয়ে মন্তব্য করি না, তবে ১৮এ প্রযুক্তির জন্য ব্যাপক আগ্রহ ও প্রতিক্রিয়া পাচ্ছি।’ পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ চিপ ডিজাইনের ওপর করা হচ্ছে না বরং এর উদ্দেশ্য হলো ইন্টেলের ১৮এ প্রক্রিয়ার আচরণ এবং সক্ষমতা পরীক্ষা করা। চিপ ডিজাইনাররা কখনো কখনো চিপের নির্দিষ্ট উপাদান পরীক্ষা করার জন্য ওয়েফার কিনে থাকেন, যাতে উচ্চ পরিমাণে পূর্ণ ডিজাইন উৎপাদনে যাওয়ার আগে কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত করা যেতে পারে।

পরীক্ষাগুলো বর্তমানে চলছে এবং কয়েক মাস পর্যন্ত চলতে পারে। তবে, পরীক্ষা শেষে ইন্টেল শেষ পর্যন্ত নতুন চুক্তি পাবে কি না, তা নিশ্চিত নয়। গত বছর রয়টার্স জানায়, ব্রডকমের কিছু পরীক্ষার ফলাফল তাদের নির্বাহী এবং ইঞ্জিনিয়ারদের জন্য হতাশাজনক ছিল। তখন ব্রডকম জানিয়েছিল যে, তারা ইন্টেলের চিপ উৎপাদন নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। ইন্টেলের পূর্ববর্তী সিইও প্যাট গেলসিঙ্গারের পরিকল্পনার মূল অংশ ছিল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসা, বা ফাউন্ড্রি (চিপ উৎপাদন), যার মাধ্যমে তিনি একসময়ের প্রখ্যাত আমেরিকান প্রযুক্তি কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। তবে, গত ডিসেম্বরে গেলসিঙ্গারকে অপসারণ করে ইন্টেলের বোর্ড। অন্তর্বর্তীকালীন কো-সিইওরা ইন্টেলের আসন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপটি স্থগিত করে দিয়েছেন, যার ফলে কোম্পানির নিজের কোনো কার্যকরী এআই চিপের উৎপাদনের সম্ভাবনা কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে গেছে।

ইন্টেলের সংকটাপন্ন ব্যবসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। ট্রাম্পের যুক্তরাষ্ট্রের উৎপাদনক্ষমতা পুনরুদ্ধার এবং চীনের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। ইন্টেলকে যুক্তরাষ্ট্রের একমাত্র আশা হিসেবে দেখা হচ্ছে, যা দেশে সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন করতে সক্ষম। চলতি বছরের শুরুতে প্রশাসনিক কর্মকর্তারা নিউইয়র্কে তাইওয়ানের টিএসএমসির সিইওর সঙ্গে বৈঠক করেন। যেখানে ইন্টেলের ফ্যাক্টরি ইউনিটে একটি যৌথ উদ্যোগে বেশির ভাগ শেয়ার অধিগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা থেকে জানা গেছে, নতুন এই উদ্যোগে অন্যান্য চিপ ডিজাইনারেরও ইকুইটি শেয়ার কেনার সম্ভাবনা ছিল।

ইন্টেল জানিয়েছে, তারা মাইক্রোসফট ও অ্যামাজনের সঙ্গে ১৮এ প্রযুক্তির মাধ্যমে চিপ উৎপাদনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। ইন্টেল এ বিষয়ে কোনো নির্দিষ্ট চিপ বা পণ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি, যেমন: মাইক্রোসফট কোন চিপের জন্য ইন্টেলের কারখানা ব্যবহার করবে বা আমাজনের ক্ষেত্রে কী পণ্য তৈরি হবে। এ ছাড়া, এই চুক্তির মাধ্যমে উৎপাদনের পরিমাণও পরিষ্কার নয়। ইন্টেল ১৮এ প্রযুক্তির জন্য যে গ্রাহকদের চুক্তি করার সম্ভাবনা রয়েছে, তার সময়সীমা ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ইন্টেলের কোম্পানির অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে রয়টার্স জানায়, এই সময়সীমা আরও ছয় মাস পিছিয়ে দিয়েছে ইন্টেল।

এই বিলম্বের কারণ হলো ১৮এ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ বুদ্ধিমত্তা (আইপি) যোগ্যতা অর্জনের প্রয়োজন, যা প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছে। ছোট ও মাঝারি আকারের চিপ ডিজাইনাররা মৌলিক আইপি ব্লকগুলোর ওপর নির্ভর করে চিপ তৈরি করে। তবে সেই ব্লকগুলো নির্দিষ্ট মান অনুযায়ী গ্রহণযোগ্য না হলে অনেক সম্ভাব্য গ্রাহক ১৮এ প্রক্রিয়ায় চিপ উৎপাদন করতে সক্ষম হবেন না। আর সেটি অন্তত ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত। তবে বুদ্ধিমত্তা (আইপি) যোগ্যতা অর্জনে বিলম্ব হওয়ার কারণ স্পষ্ট নয়। আইপি যোগ্যতা অর্জন করা মানে হলো সরবরাহকারী থেকে একটি গ্যারান্টি পাওয়া, যে এটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়ায় কাজ করবে। বিলম্বের বিষয়ে ইন্টেল জানিয়েছে, ‘এ বছরের দ্বিতীয়ার্ধে উৎপাদন শুরু করতে যাচ্ছি এবং আমাদের গ্রাহকদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করব। কোম্পানিটি আরও বলে, তারা আশা করছে তাদের কারখানাগুলো চলতি বছরেই গ্রাহকদের ডিজাইন গ্রহণ করবে।

এদিকে, ইন্টেলের চিপ উৎপাদনক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যা কোম্পানির জন্য বড় ধরনের রাজস্ব আয়ের সমস্যা সৃষ্টি করতে পারে। ২০২৫ সালে ইন্টেলের চিপ উৎপাদন ব্যবসায় ১৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার বা ১ হাজার ৬৪৭ কোটি ডলার আয় করতে পারে। তবে প্রায় সবই ইন্টেলের নিজেদের চিপ উৎপাদন থেকে আসবে। এ ছাড়া, সাম্প্রতিক সময়ে ইন্টেলের উৎপাদন ব্যবসা থেকে আয় কমে গেছে ৬০ শতাংশ। কোম্পানি বলছে, তারা ২০২৭ সালের আগে এই ব্যবসা থেকে আয় আশা করছে না। এদিকে যুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টেলের প্রতিদ্বন্দ্বী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কশাঘাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নেবে টিএসএমসি।

তথ্যপ্রযুক্তি এর আরও খবর: