দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

দেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে। এটি আগামী মাসের মধ্যে প্রকাশিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ পরিবর্তনও হতে পারে। এই নির্দেশিকা প্রস্তুত করবে চীনের আটটি সরকারি সংস্থা। এসব সংস্থার মধ্যে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন, শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত।
সূত্রগুলো নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। কারণ নীতি গঠনের আলোচনাগুলো এখনো চলমান। এ ছাড়া চারটি মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানায়নি। রিস্ক-ভি একটি ওপেন-সোর্স প্রযুক্তি। এটি যেমন: স্মার্টফোনের চিপ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভারের সিপিইউ এর বিভিন্ন ধরনের কম-শক্তিশালী চিপ ডিজাইনে ব্যবহৃত হয়। এটি বিশ্বব্যাপী আরও প্রচলিত এবং মালিকানা চিপ আর্কিটেকচার প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করে, যার মধ্যে এক্স ৮৬ অন্তর্ভুক্ত। এই আর্কিটেকচার মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি) দ্বারা পরিচালিত এবং সফটব্যাংক গ্রুপের অধীনে থাকা আর্ম হোল্ডিংস এর উন্নয়ন করেছে। গত কয়েক বছর ধরে রিস্ক-ভি প্রযুক্তি গ্রহণ করেছে চীনের রাষ্ট্রীয় সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। এটি ভূরাজনৈতিকভাবে নিরপেক্ষ হিসেবে দেখা হচ্ছে। চীনের চিপ ডিজাইনাররা এর কম খরচের দিকে আকৃষ্ট হচ্ছেন। তবে এখনো কোনো নীতিতে একে উল্লেখ করেনি।
এদিকে, যুক্তরাষ্ট্রে রিস্ক-ভি চিপ প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বেইজিং তার ওপেন-সোর্স প্রকৃতির মাধ্যমে নিজের সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে। ২০২৩ সালে রয়টার্স জানায়, কিছু মার্কিন আইনপ্রণেতা বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছিলেন যেন, চীনকে রিস্ক-ভি প্রযুক্তি তৈরিতে বাধা দেওয়া হয়। চীনের বৃহত্তম বাণিজ্যিক রিস্ক-ভি চিপ প্রদানকারীদের মধ্যে আলিবাবার ঝুয়ানতিয়ে এবং স্টার্টআপ নিউক্লেই সিস্টেম টেকনোলজি অন্তর্ভুক্ত। এই কোম্পানিগুলো চিপ ডিজাইনারদের কাছে বাণিজ্যিক রিস্ক-ভি প্রসেসর বিক্রি করে থাকে। গত সপ্তাহে ঝুয়ানতিয়ের আয়োজিত একটি রিস্ক-ভি ইভেন্টে প্রযুক্তি শিল্পের নির্বাহীরা বলেছিলেন, ডিপসিকের জনপ্রিয়তা রিস্ক-ভি প্রযুক্তির ব্যবহারের প্রতি আকর্ষণ বাড়াতে সহায়ক হতে পারে। কারণ চীনের এই এআই স্টার্টআপের মডেলগুলো কম শক্তির চিপে দক্ষভাবে চলে। রিস্ক-ভি আর্কিটেকচার ব্যবহার করে চিপ ডিজাইন করার জন্য চীনের ছোট কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে পারে এবং এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপসিকের মতো মডেলগুলো চালাতে সহায়ক হতে পারে।