জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতিভোজ (ফিস্ট) -এর আয়োজন করে প্রশাসন। এবছর ২৬শে মার্চ পবিত্র রমজান মাসের মধ্যে পড়ায় এবং ক্যাম্পাস বন্ধ থাকায় ফিস্ট আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু বিগত সময়ে দেখা গেছে—নির্ধারিত সময় মিস হলেও পরে সেই ফিস্ট অনুষ্ঠিত হয়েছে।
তবে এবছরের স্বাধীনতা দিবসের ফিস্ট নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এমনকি বিকল্প দিনেও আয়োজনের কোনো উদ্যোগ নেই বললেই চলে।
এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছর ফিস্ট হয়, বাজেটও বরাদ্দ থাকে। তাহলে এবছর কেন দেরি হচ্ছে বা আয়োজনই হচ্ছে না? পহেলা বৈশাখে ঢাবিতে ফিস্ট হয়েছে, আমরা চাইলে ১৪ এপ্রিলেও করতে পারতাম। প্রশাসন চাইলেই করতে পারত, কিন্তু আগ্রহ দেখাচ্ছে না। আমরা চাই—ফিস্ট আয়োজনের বিষয়ে প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিক এবং আমাদের জানান।”
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “স্বাধীনতা দিবসের প্রীতিভোজ বিষয়ে আমরা অবগত রয়েছি, কিন্তু আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট আবেদনপত্র আসেনি। শিক্ষার্থীরা আবেদন করলে সেটি বিবেচনায় নিয়ে ফিস্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর এই দুই দিবসে প্রতিটি হলে ফিস্টের আয়োজন হয়ে থাকে। দিনটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। এবছর স্বাধীনতা দিবসে ফিস্ট না হওয়ায় সেই ঐতিহ্যে ছেদ পড়েছে।