শিরোনাম

জাবির প্রশাসনিক ভবনে নেই নামফলক: ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:২৫ অপরাহ্ন   |   ক্যাম্পাস

জাবির প্রশাসনিক ভবনে নেই নামফলক: ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

মো. নিশান খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনের সামনে কোন নামফলক নেই। তাই ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থী, অভিভাবক ও সেবাগ্রহীতাদের প্রশাসনিক ভবন চিনতে ভোগান্তিতে পরতে দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের) ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ক্যাম্পাসে আসছে নবীন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে কোন নাম ফলক না থাকায় প্রশাসনিক ভবন চিনতে পথচারীদের কাছে জিজ্ঞাসা করছেন তারা।

 
এদিকে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুটি প্রশাসনিক ভবন থাকলেও চলছে তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা। তবে বিদ্যমান দুটি ভবনের কোনটির সামনেই নেই নাম ফলক। নামফলক না থাকায় অনেকেই বুঝতে পারছেন না কোনটি প্রশাসনিক ভবন আর কোনটি অ্যাকাডেমিক ভবন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যস্তভাবে একটি ভবনকে ‘নতুন রেজিস্টার ভবন’ এবং অপরটিকে ‘পুরাতন রেজিস্টার ভবন’ নামে চিনলেও, নতুন আগতরা পড়ছেন বিপাকে।

৫৪তম ব্যাচের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, “আমি ক্যাম্পাসে আজকেই প্রথম এসেছি, ভর্তির সনদপত্র জমা দিতে। কিন্তু প্রশাসনিক ভবন খুঁজে পাচ্ছিলাম না। কোথাও লেখা নেই। পরে এক সিনিয়র ভাইয়ের সহায়তায় সঠিক ভবনটি চিনে নেই।”

শুধু শিক্ষার্থীরাই নন, অভিভাবকরাও একই সমস্যায় পড়ছেন। ক্যাম্পাসে নতুন আগতদের জন্য প্রশাসনিক সেবা গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে উঠছে শুধু ভবনের পরিচয় না থাকার কারণে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নতুন প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে বিদ্যমান ভবন দু’টিতে নামফলক স্থাপন নিয়ে এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”

শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক ভবনগুলোর সামনে সুনির্দিষ্ট নামফলক স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে করে কেউ অপ্রয়োজনে বিভ্রান্ত না হন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আসে।

ক্যাম্পাস এর আরও খবর: