চীনের বিশ্ববিদ্যালয়ের বৃত্তি

চীনে ইউনিভার্সিটি অব নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার স্কলারশিপ-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি দেশটির বেইজিংয়ে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের শিক্ষা মন্ত্রণালয়, চীন বিদ্যুৎ কাউন্সিল এবং আরও ১২টি বিশাল রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ করপোরেশনের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিলের সহপৃষ্ঠপোষকতায় গঠিত।
স্নাতকোত্তর ও পিএইচডির জন্য শিক্ষার্থীদের ভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য থাকছে চিকিৎসাবিমা, বিনা মূল্যে নিবন্ধন ফি ও আবাসনের ব্যবস্থা। পিএইচডির শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।
বৈদ্যুতিক প্রকৌশল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং থার্মোফিজিকস, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি, নিয়ন্ত্রণবিজ্ঞান ও প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন।
দুটি সুপারিশপত্র, ডিগ্রির সনদ ও ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সাইজের ছবি, একটি জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি ভাষার দক্ষতা সনদ, গবেষণা প্রস্তাব, পাসপোর্টের কপি ও শারীরিক পরীক্ষার সনদের ফটোকপি।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তিটি উন্মুক্ত। তবে আগ্রহী প্রার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। প্রার্থীদের বৈজ্ঞানিক গবেষণার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৫।