শিরোনাম

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ওসি প্রত্যাহার

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন   |   অপরাধ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ওসি প্রত্যাহার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুতে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। থানায় এজাহার নিতে গড়িমসি এবং দেরি করায় রোববার রাতেই কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়। তবে এখনও পুলিশ কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি।

এদিকে ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও চিহ্নিত হামলাকারী কাউকেই পুলিশ আটক করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় সাংবাদিক নেতারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন গণমাধ্যমকর্মীরা।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে ও বাংলাভিশন ও দেশ রূপান্তরের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান লাকি, নাহিদ হাসান তিতাস, নুরুন্নবী বাবু, মুন্সী শাহিন আহমেদ জুয়েল। কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক ইমরানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য, রোববার কুষ্টিয়ার প্রতীতি বিদ্যালয়ের সামনে ট্রলিচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ ঘটনা ‘দৈনিক খবরওয়ালা’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় পুলিশের উপস্থিতিতেই চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুলসহ (৩৩) আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় ওই পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেন রক্তাক্ত জখম হন। এ সময় সন্ত্রাসীরা ইমরান হোসেনের কাছে থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতেই এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

অপরাধ এর আরও খবর: