শিরোনাম

রমনা-শেরেবাংলা নগরে অভিযান : ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন   |   অপরাধ

রমনা-শেরেবাংলা নগরে অভিযান : ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রমনা থানায় ও শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমনা থানাধীন বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সামনে অভিযান পরিচালনা করে ২০৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত তারা। ইয়াবা বিক্রয়ের জন্যই তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১০ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়াসহ দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) ভোর সোয়া ৫টায় শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কুমিল্লা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। গ্রেপ্তার স্বপন মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকের ১০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অপরাধ এর আরও খবর: