জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

মাগুরায় সাত বছরের এক শিশুর ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ধর্ষণকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দোষীদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, "প্রতিদিন খবরের পাতা খুললেই ধর্ষণের ঘটনা দেখতে পাই। এবার আমাদের নিজ শহর মাগুরায় এমন একটি পাশবিক ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য শুধু লজ্জাজনক নয়, ভীতিকরও। আমরা কি আদৌ নিরাপদ? আমরা চাই, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে কঠোর বার্তা দেওয়া হোক।"
মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, "মাগুরার ঘটনা আমাদের সমাজের বিচারহীনতার প্রতিফলন। যদি ধর্ষকদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তবে এই অপরাধ থামবে না। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত ব্যবস্থা নিক এবং দোষীদের কঠোর শাস্তি দিক।"
সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে নানা শ্লোগান দেন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।