যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি মেয়রের সম্মাননা পেলেন বিপ্লব

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জীবন সংগ্রামের গল্প বিশ্বব্যাপী তুলে ধরায় নিউ জার্সির প্যাটারসন সিটিতে কেরামত উল্লাহ বিপ্লবকে 'অভিবাসীবান্ধব' সাংবাদিক হিসেবে বিশেষ সংবর্ধনা দিয়েছে। প্রায় ৩০ হাজার বাংলাদেশি অধ্যুষিত শহরটির মেয়র আন্দ্রে সায়েঘ স্থানীয় সময় বুধবার ঐতিহ্যবাহী সিটি হলের দপ্তরে কেরামত উল্লাহ বিপ্লবকে নগর প্রশাসনের 'প্রোক্লোমোশন' তুলে দেন। এসময় প্যাটারসন সিটিতে বসবাসরত বাংলাদেশিদের আইনের প্রতি শ্রদ্ধা, নগর উন্নয়নের সহযোগিতা ও পাস্পারিক সৌহার্দ্যের ব্যাপক প্রশংসা করেন মেয়র আন্দ্রে সায়েঘ।
জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন ও নানা প্রাকৃতিক দুর্যোগে বিশ্বব্যাপী অভিবাসী-উদ্বাস্তু মানুষের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানান তিনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই শংকা সবচেয়ে বেশি বলেও মনে করেন তিনি। সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব ও বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক ফোলোশিপে বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে সরেজমিন কাজ করছেন। তার গবেষণার বিষয় জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসী মানুষের জীবন সংগ্রাম। এ কাজের জন্য এরই মধ্যে নিউইয়র্ক এবং বাফেলোতে মার্কিন সরকাররের সন্মাননা পেয়েছেন তিনি।