শিরোনাম

বাহরাইনের কনস্যুলার সার্ভিসের প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন   |   প্রবাস ও ভ্রমণ

বাহরাইনের কনস্যুলার সার্ভিসের প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিস অ্যাম্বাসেডর ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আল-মেসলিমানির সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। স্থানীয় সময় শ‌নিবার (১৫ মার্চ) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিসের দপ্তরে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিসের স‌ঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠ‌কে দুই দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মো. ইলিয়াছুর রহমান উপস্থিত ছিলেন।

প্রবাস ও ভ্রমণ এর আরও খবর: