যমুনার বুকে ফসলের মাঠ

বাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে অন্যতম যমুনা। বর্ষাকালে থইথই করা এ নদী পৌষ মাস থেকে শুকিয়ে যেতে শুরু করে। বর্ষায় যে যমুনার কূলকিনারা দেখা যায় না, সেখানে এখন পানি এসে ঠেকেছে অল্প একটু জায়গায়। পাশে হচ্ছে ধান চাষ। এখন নদীতে পড়েছে অসংখ্য চর। মাইলের পর মাইল ধু ধু বালুচরে চাষাবাদ করছেন চাষিরা। ফলানো হচ্ছে ভুট্টা, বাদাম, ধান, গম, মিষ্টি আলু, ডাল, কুমড়াসহ অন্যান্য ফসল। গড়ে উঠেছে গরু-মহিষের খামার। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায়।