ভারত-অস্ট্রেলিয়া টেস্ট বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ক্ষতিপূরণ পাবেন দর্শকরা

ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে ব্রিসবেনে। সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে নামা দু’দলের কেউই শনিবার দাপট দেখানোর সুযোগ পায়নি। কারণ মাত্র ১৩.২ ওভার পরই বৃষ্টির দখলে চলে যায় দিনের বাকিটা অংশ। এরপর আর খেলা গড়ানো সম্ভব না হওয়ায় হতাশায় পুড়েছেন ৩০ হাজারের বেশি দর্শক। তবে তাদের হতাশা কাটাতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার গ্যাবায় বৃষ্টি দাপট দেখানোর আগে হয়েছে মোটে ৮০ বল। দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে আর খেলা শুরু করা যায়নি। যদিও ম্যাচের নির্ধারিত সময়েই টস হেরে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে। পরে খেলা বন্ধের আগপর্যন্ত স্বাগতিকরা বিনা উইকেটে ২৮ রান করেছে। ওপেনার উসমান খাজা ৪৭ বলে ১৯ রান, নাথান ম্যাকসুয়েনি অপরাজিত আছেন ৩৩ বলে ৪ রানে। বিরূপ আবহাওয়াকে কাজে লাগানোর লক্ষ্যে আগে বোলিং নিলেও ৮০ বলে কোনো সাফল্য পাননি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপরা। এর আগে ম্যাচের মাত্র ৫.৩ ওভার পরই বৃষ্টি হানা দেয় প্রথম দফায়। পরবর্তী দফায় মুষলধারে বৃষ্টিতে গ্যাবার পুরো আউটফিল্ড পানিতে ডুবে গেছে। ফলে অঘোষিতভাবেই ব্রিসবেন টেস্ট নেমে এলো চারদিনে। রোববার দ্বিতীয় দিনে ন্যূনতম ৯৮ ওভার খেলার লক্ষ্য থাকবে দুই দলের। এদিন বৃষ্টির দাপট কতটা ছিল সেটি বোঝা যাবে ব্রিসবেন আবহাওয়ার ব্যুরোর দেওয়া তথ্যে। তারা ১৫ মিলিমিটার বৃষ্টির পূর্ভাবাস দিলেও, শহরটিকে আজ ৭০ মিলিমিটার বৃষ্টির মোকাবিলা করতে হয়েছে।
এমন পরিস্থিতিতে অজি ক্রিকেট বোর্ডের কোনো কিছু করার না থাকলেও, তারা দর্শকদের উৎসাহিত করতে ক্ষতিপূরণের উদ্যোগ নিয়েছে। টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়ে সিএ বলছে, ৩০১৪৫ জন দর্শক পুরো টাকা ফেরত পাবেন, যেহেতু প্রথমদিন ১৫ ওভারেরও কম খেলা হয়েছে। বোর্ডের গভর্নিং বডি আবহাওয়াজনিত ক্ষতি পোষাতে নিয়েছে এই সিদ্ধান্ত। ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে একটি নজির স্থাপন করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর আগে ২০০২ সালে ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেইন অজিদের টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠান। পরে প্রথমদিন শেষে ম্যাথু হেইডেন ও রিকি পন্টিংয়ের সেঞ্চুরিতে ২ উইকেটে ৩৬৪ রান তোলে অজিরা। আজ সংক্ষিপ্ত সময়ের খেলায় অবশ্য স্বাগতিক ও ভারত কাউকেই এমন দাপুটে অবস্থানে যেতে দেয়নি বৃষ্টি! এর আগে পার্থ টেস্টে ভারত এবং অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে অস্ট্রেলিয়া জিতে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় রেখেছে। পাঁচ টেস্টের এই সিরিজ উভয় দলের জন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় টেস্ট হেরে ভারত সেই সমীকরণ কঠিন করে তুলেছে!