শিরোনাম

‘বি’ ক্যাটাগরির শেয়ারের জয়জয়কার

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন   |   শেয়ার

‘বি’ ক্যাটাগরির শেয়ারের জয়জয়কার

গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বছরজুড়ে শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের একচ্ছত্র দাপট ছিল। এ নিয়ে ‘বি’ ক্যাটাগরির শেয়ার ছিল বিনিয়োগকারীদের তুমুল আলোচনার বিষয়। তবে বছরের শেষ মাস ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের দৌরাত্ব ছিল চোখে পড়ার মতো।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘বি’ ক্যাটাগরির শেয়ার নিরঙ্কুশ আধিপত্যে ফিরেছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টিই ছিল ‘বি’ ক্যাটাগরির শেয়ার। কোম্পানিগুলো হলো- এনাার্জিপ্যাক পাওয়ার, আলিফ ম্যানুফেকচারিং, আরডি ফুড, বিডি থাই ফুড, জেনারেশন নেক্সট, জাহিন স্পিনিং, কাট্টলী টেক্সটাইল, বিবিএস কেবলস ও বিবিএস।

কোম্পানিগুলো আজ দ্বিতীয় থেকে ১০ম পর্যন্ত স্থান দখল করে রেখেছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষে ছিল ‘এ’ ক্যাটাগরির গ্লোবাল ইসলামী ব্যাংক।দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ‘বি’ ক্যাটাগরির শেয়ারগুলোর মধ্যে সবগুলোই লেনদেনের শেষভাগে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল। কোম্পানিগুলোর দাম আজ সর্বোচ্চ যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাই বেড়েছে।