লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৪ লাখ টাকার। ৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওমেক্স ইলেক্ট্রোড লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড,বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।