দরপতনের শীর্ষে কেয়া কসমিটিকস

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমিটিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ২৩ শতাংশ। আর ৩ দশমিক ১৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাফকো স্পিনিংস মিলস লিমিটেড, নূরানী ডাইয়িং অ্যান্ড সুুয়েটোর লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, জাহিন স্পিনিং পিএলসি,প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং লিগেসি ফুটওয়্যার লিমিটেড।