তারাবি নামাজ নিয়ে যে সিদ্ধান্ত জানালেন শায়খ সুদাইস

রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে এবার ১০ রাকাত তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত জানালেন হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস। তিনি জানান, ৫ সালামে ১০ রাকাত তারাবি নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।
এছাড়া, ২০২০ সালে করোনা মহামারি পরিস্থিতির কারণে ২০ রাকাত থেকে নামাজের সংখ্যা কমিয়ে ১০ রাকাত করা হয়েছিল, যা এখনও অব্যাহত রয়েছে। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে এ সিদ্ধান্তের মূল কারণ হিসাবে মুসল্লিদের ক্লান্তি কমানো এবং অধিক সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। মুসলিম বিশ্বে রমজান মাসে সাধারণত ২০ রাকাত তারাবি নামাজ আদায় করা হয়, তবে এবার এই পদ্ধতি মক্কা-মদিনার মসজিদে চালু থাকবে।