শিরোনাম

রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে কাবা

 প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন   |   ধর্ম

রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে কাবা

চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি। এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম ১০ দিনে কাবায় এত সংখ্যক মুসল্লির আগমন ঘটেনি। কাবা ও মসজিদে নববির তত্ত্বাবধানে নিয়জিত সৌদির সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজানের এই ১০ দিনে ওমরাহ পালন শেষ করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি। এটিও একটি রেকর্ড। এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসনও। মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে ১১ কাবা চত্বর ও তার চারপাশে ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ‍নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে আরও ৪ হাজার কর্মীকে।

মুসল্লি ও ওমরাহ যাত্রীদের আজান, খুৎবা শোনা ও নামাজ আদায়ের সুবিধার জন্য ৮ হাজারেরও বেশি স্পিকার রয়েছে কাবা চত্বরে। সেই সঙ্গে চত্বর আলোকিত রাখতে রয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি বৈদ্যুতিক বাতি।

সূত্র : গালফ নিউজ