শিরোনাম

আইনশৃঙ্খলা রক্ষায় হাতিয়ায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে: ডিআইজি পলাশ

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন

আইনশৃঙ্খলা রক্ষায় হাতিয়ায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে: ডিআইজি পলাশ

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পূর্বের থেকে বেশি এলার্ট আছে। আইনশৃঙ্খলা রক্ষায় হাতিয়ায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মো. আহসান হাবীব পলাশ আরও বলেন, পুলিশিংকে ফলপ্রসূ এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশ নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাদের প্রকৃত বন্ধু। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সমাজকে অপরাধমুক্ত করতে চাই।

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

জানা যায়, হাতিয়া থানা, নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্র ও ঘাটসহ হাতিয়ার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। পরিদর্শনকালে অফিসার-ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ম্যাচের রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সবাইকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশ নোয়াখালীর সিনিয়র অফিসারগণসহ হাতিয়া থানার সব ফোর্স উপস্থিত ছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ স্যারের আগমন আমাদের নোয়াখালীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বিশেষ কল্যাণ সভাসহ নানান আয়োজনে অংশগ্রহণ করেন। তার আগমনের ফলে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। 

পুলিশ প্রশাসন এর আরও খবর: