শিরোনাম

ফাইবার অপটিক আমদানির ওপর চার্জ কমানোসহ ৫ প্রস্তাব আইএসপিএবির

 প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন   |   জাতীয়

ফাইবার অপটিক আমদানির ওপর চার্জ কমানোসহ ৫ প্রস্তাব আইএসপিএবির

গ্রাহক পর্যায়ে সেবার মান বাড়াতে ফাইবার অপটিক আমদানির ওপর সরকারি চার্জ কমানো, ইন্টারনেট সার্ভিসের বিলের উপর আরোপিত কর প্রত্যাহারসহ মোট পাঁচটি প্রস্তাবনা জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এসব প্রস্তাব জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রাহক পর্যায়ে সেবার মান বাড়াতে এবং গ্রাহকদের খরচ কমাতে আমরা পাঁচটি প্রস্তাবনা এনবিআরকে দিয়েছি। আইএসপি ইন্ডাস্ট্রি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসব প্রস্তাবনার বাস্তবায়ন জরুরি। তাছাড়া ইন্টারনেট সেবা বাংলাদেশ সরকার ঘোষিত ‘জরুরি সেবা’ এর আওতাধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। তাই এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে আরও কম দামে ইন্টারনেট পরিষেবা গ্রাহকদের পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছি।

প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, আমরা আইএসপি প্রতিষ্ঠানের সব সেবাকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির পরিষেবা (আইটিইএস) এর অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছি। এছাড়া, ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০ শতাংশ আরোপিত কর প্রত্যাহার করা, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ৬৩ দশমিক ৪০ শতাংশ আরোপিত শুল্ক প্রত্যাহার করা, ইন্টারনেট মডেমসহ ইন্টারনেটের বিভিন্ন ইকুইপমেন্টের উপর আরোপিত কর প্রত্যাহার এবং মূসক কমানোর প্রস্তাবনাও জানানো হয়েছে। তিনি আরও বলেন, এর আগেও দফায় দফায় বিভিন্ন প্রস্তাবনা জানানো হয়েছে। আমরা মনে করছি, এখন যে পাঁচটি প্রস্তাবনা জানানো হয়েছে সেগুলো সরকার যদি গ্রহণ করে তবে ইন্টারনেট সেবায় গ্রাহকরা আরও উপকৃত হবেন এবং কমমূল্যে সেবা পাবেন।  

জাতীয় এর আরও খবর: