শিরোনাম

বাইকের মাইলেজ বাড়ানোর ৫ টিপস

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন   |   লাইফস্টাইল

বাইকের মাইলেজ বাড়ানোর ৫ টিপস

কিছু সহজ উপায় মেনে চললে আপনি বাইকের মাইলেজ বাড়াতে পারেন। আবার সামান্য কিছু ভুলের কারণেও মাইলেজ কমে যেতে পারে। তাই বাইকের সঠিক মাইলেজ পাওয়া জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা জরুরি। এবার চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলো সম্পর্কে। 

১. নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করা : বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময়ে বদলানো খুব জরুরি। অনেক সময় ব্যবহারকারীরা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে দেরি করে। যার ফলে ইঞ্জিন থেকে আশানুরূপ পারফর্মেন্স পাওয়া যায় না। সেক্ষেত্রে নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে সঠিক মাইলেজ পাওয়া সম্ভব।

২. পেট্রোলের গুণগত মান চেক করা : জ্বালানির জন্য ব্যবহারিত পাম্প থেকে নেওয়া তেলের গুণগত মান বজায় রাখা খুবই জরুরি। কারণ, পেট্রোলে যদি ভেজাল থাকে তাহলে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়, যার ফলে মাইলেজও কম হয়। 

৩. টায়ারের প্রেসার ঠিক রাখা : প্রতি ২ সপ্তাহ পর পর টায়ারের এয়ার প্রেসার পরীক্ষা করতে হবে। কারণ কম প্রেসারে বাইক চালালে মাইলেজ কমে যায়। 

৪. সময়মতো সার্ভিসিং করা : বাইকের নিয়মিত সার্ভিসিং করা অত্যন্ত জরুরি। অনেকেই ছোটখাটো সমস্যাকে অবহেলা করে থাকে।  

৫. সঠিকভাবে বাইক চালানো : বাইক ধীরে চালানোর চেষ্টা করুন এবং অতিরিক্ত গতিতে বাইক চালাবেন না। অল্প সময়ে দ্রুত গতি এবং অবাঞ্ছিত ব্রেকিং বাইকের মাইলেজ কমিয়ে দেয়। 

এই সহজ টিপসগুলো মেনে চললে আপনিও আপনার বাইকের সঠিক মাইলেজ পেতে পারবেন।