কুমিল্লায় আদালতে মামলার বাদীকে বেধড়ক পেটালেন বিবাদীরা

কুমিল্লার আদালতে মো. সুমন (৩৫) নামের এক মামলার বাদীর ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিবাদীরা। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে গেছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। আহত সুমন জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার দৌলত মিয়ার ছেলে। আটকরা হলেন, একই এলাকার খালেক মিয়ার ছেলে মতিন মিয়া (৪৮) এবং সাদ্দাম হোসেন (২৯)। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সুমন। এ ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে পিটিয়ে আহত করেন আসামিপক্ষ। এ ঘটনায় আবারো থানায় অভিযোগ দায়ের করা হয়। এসব মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়েন। এসময় আসামিরা তাকে বেধড়ক পেটান। সুমন অচেতন হয়ে পড়ে থাকলে আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় জনতা মতিন মিয়া ও সাদ্দাম হোসেকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওসি মহিনুল ইসলাম বলেন, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রেফার্ড করা হয়েছে।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, এ ঘটনায়ও বাদী চাইলে আলাদা মামলা করতে পারে। যারা সুমনকে মেরেছে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।