শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ঢাকার রায়ের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকার ত্রাস এজাজ। দীর্ঘদিন কারাভোগের পর গত ১৫ আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমনের সঙ্গে জামিনে বের হন। জামিনে বের হওয়ার পর থেকেই সন্ত্রাসী এজাজ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপহরণ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানোর ঘটনার মূল হোতা এজাজ। শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল বর্তমানে পলাতক থাকায় তাঁদের বিভিন্ন সন্ত্রাসী গ্যাং পরিচালনা করেন এই এজাজ। এজাজের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণের ১২ থেকে ১৫টি মামলা রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন জায়গায় এজাজের ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।
এজাজকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন।