শিরোনাম

কারাগারে রোজা রাখছেন সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপা

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০২:১৭ অপরাহ্ন   |   বিচার বিভাগ

কারাগারে রোজা রাখছেন সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপা

কারাগারে রোজা পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা। বুধবার (৫ মার্চ) যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় এক সাংবাদিক শাকিলের কাছে রোজা থাকার বিষয়ে জানতে চান। এসময় তিনি বলেন, ‘আমি আর রুপা দুজনই সব রোজা আছি। কারাগারে সেহরিতে ভাত, সবজি ও ডাল দেয়। ইফতারও দেয়।’

এরপর শাকিল তার আইনজীবীকে উদ্দেশ্য করে তার সন্তানকে দেখে রাখতে বলেন। পরে তাদের কাঠগড়ায় তুলে যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আবেদনের ওপর শুনানির একপর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এসময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো?’ এসময় বিচারক বলেন, ‘এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’

এরপর ফারজানা রুপা বলেন, ‘মামলা তো ডজনখানেকে গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।’ এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

বিচার বিভাগ এর আরও খবর: