শিরোনাম

পুতিনের আরও ঘনিষ্ঠ হচ্ছেন ট্রাম্প

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পুতিনের আরও ঘনিষ্ঠ হচ্ছেন ট্রাম্প

রাশিয়ার অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মিথ্যা তথ্য প্রচার ও সাইবার আক্রমণ মোকাবিলার এক সমন্বিত উদ্যোগ স্থগিত করেছে একাধিক মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা। মূলত মস্কোর ওপর থেকে এ ধরনের চাপ কমিয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য চাপ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাশিয়া পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ছায়াযুদ্ধ তীব্র করছে বলে মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর তাঁর জাতীয় নিরাপত্তা দলকে এ বিষয়ে মনিটরিং করার জন্য টাস্কফোর্স গঠনের আদেশ দিয়েছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এই উদ্যোগ জড়িত থাকা ৭ কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নেতৃত্বে এবং অন্তত সাতটি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ইউরোপীয় মিত্রদের সঙ্গে মিলে কাজ করেছে। মূলত ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে রুশ ষড়যন্ত্র ঠেকানোর লক্ষ্য ছিল তাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে বাইডেন প্রশাসন ট্রাম্পের দলকে এই প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছিলেন এবং রাশিয়ার ‘সমন্বিত যুদ্ধ কৌশল’ মনিটর করার জন্য তাদের কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন কর্মকর্তারা। তবে ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের থেকেই বেশির ভাগ কাজ স্থবির হয়ে পড়ে বলে জানিয়েছেন ১১ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা। তাঁরা বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ইউরোপীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠকগুলো এখন অনির্ধারিত। তাঁরা আরও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদ, মার্কিন গোয়েন্দা পরিষেবা দপ্তর, এফবিআই, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমন্বিত প্রচেষ্টা ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খোদ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রশাসনকে রাশিয়ার প্রচারণা মনিটর এবং মোকাবিলা করার সমস্ত কাজ স্থগিত করতে আদেশ দিয়েছেন কি না, বা সংস্থাগুলো এখনো অতিরিক্ত কর্মী নিয়োগ করার জন্য কাজ করছে কি না, বা তারা হোয়াইট হাউসে স্বাধীনভাবে নিজস্ব কোনো পলিসি এই বিষয়ে গ্রহণ করছে কি না—সে বিষয়ে রয়টার্স কিছু জানতে পারেনি।

এই টাস্কফোর্সে জড়িত কিছু কর্মকর্তার মতে, তাঁরা উদ্বিগ্ন যে—ট্রাম্প প্রশাসন গোয়েন্দা সতর্কবার্তা সত্ত্বেও এই বিষয়টিতে অগ্রাধিকার কমাচ্ছে। এই পরিবর্তন এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসন স্পষ্টতই রাশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার তোড়জোড় চালাচ্ছে। গত মাসে এফবিআই মার্কিন নির্বাচনে ‘বিদেশি শত্রুদের’ হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে এবং এই সংক্রান্ত কাজে জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দেওয়া হয়েছে। এমনকি, মার্কিন বিচার বিভাগের যে দলটি রুশ অলিগার্কদের সম্পদ বাজেয়াপ্ত করেছিল, সেই দলটিকেও ভেঙে দেওয়া হয়েছে।এ ছাড়া, বিষয়টি নিয়ে কাজ করা কর্মকর্তাদের কীভাবে আবার সেই আন্তঃসংস্থা কাজ এগিয়ে নেবে সে বিষয়েও হোয়াইট হাউস কোনো নির্দেশনা দেয়নি বলেও জানিয়েছেন কিছু বর্তমান মার্কিন কর্মকর্তা। এর বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার অন্তর্ঘাতমূলক প্রচারণা সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইউরোপীয় মিত্রদের সঙ্গে শেয়ার করছে কি না—তাও জানা যায়নি। যুক্তরাজ্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সরকারের মধ্যে নিয়মিত গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত আছে।

এই উদ্যোগের সমন্বয়ের প্রচেষ্টা স্থগিত হওয়া প্রসঙ্গে হোয়াইট হাউসের কাছে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ব্রায়ান হিউজ বলেন, তারা ‘প্রাসঙ্গিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে এবং আমেরিকানদের বিরুদ্ধে হুমকি মূল্যায়ন ও প্রতিহত করছে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর কোনো আক্রমণ হলে তার উপযুক্ত প্রতিক্রিয়া হবে।’

ন্যাটোর এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে এই বিষয়ে সমন্বয় করছে, তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। সিআইএ, এফবিআই এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশি বিষয়ক এবং নিরাপত্তা নীতি মুখপাত্র অ্যানিটা হিপার বলেছেন, তিনি গোয়েন্দা তথ্য শেয়ার করার বৈঠকগুলো স্থগিত হওয়া নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানতে পারেননি। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোর সঙ্গে ‘হাইব্রিড হুমকি’ প্রতিরোধে সমন্বয় করছে।

আন্তর্জাতিক এর আরও খবর: