শিরোনাম

গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:২৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল

এদিকে সিরিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সানা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার দারা শহরে ২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই বেসামরিক। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, “ইসরায়েল বলছে যে দক্ষিণ সিরিয়ায় তারা সাবেক সরকারের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে যেহেতু বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এ স্থাপনাগুলো সিরিয়ার বর্তমান সরকারের অধীনে, তাই সোমবারের হামলা আসলে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি হামলা।”

প্রসঙ্গত, চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার রাতে গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। হামলায় নিহত হয়েছেন ২ শতাধিক ফিলিস্তিনি।

আন্তর্জাতিক এর আরও খবর: