শিরোনাম

ম্যানইউর নাটকীয় জয়

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন   |   ফুটবল

ম্যানইউর নাটকীয় জয়

প্রিমিয়ার লিগের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচে ইপসউইচ টাউনের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে তারা পয়েন্ট তালিকায় ১৪তম স্থানে উঠে এসেছে। ওল্ড ট্রাফোর্ডে নাটকীয় ম্যাচে প্যাট্রিক ডরগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৪৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ম্যানইউ। তবে তারা হাল ছাড়েনি।

ম্যাচের চতুর্থ মিনিটে জাডেন ফিলোগেনের গোলে এগিয়ে যায় ইপসউইচ। ২২ মিনিটে স্যাম মরসির আত্মঘাতী গোলে সমতা ফেরায় ম্যানইউ। ২৬ মিনিটে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে দেন ম্যাথিউ ডি লিট। বিরতির ঠিক আগে জাডেনের দ্বিতীয় গোলে ২-২ সমতা ফেরায় ইপসউইচ। তবে সেই সমতা তারা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের গোলে ৩-২ করে ম্যানইউ। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় পায় তারা।

ফুটবল এর আরও খবর: