টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার প্রথম তিনটি মৌসুমে কমপক্ষে ২০টি গোল করার কীর্তি গড়েছেন। বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে শীর্ষ চারে ফিরে এসেছে চ্যাম্পিয়নরা। রোববার লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি হালান্ড। তবে এই ম্যাচে ফিরেই জেরেমি ডোকুর নিচু ক্রস থেকে ১২তম মিনিটে গোল করেন নওরয়েজিয়ান ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত জয়সূচক হয়।
হালান্ড অবশ্য আরও গোল করতে পারতেন, কারণ ম্যাচের শুরুতেই সিটি আধিপত্য বিস্তার করেছিল। তবে স্বাগতিক দলের গোলরক্ষক গুইলিয়েলমো ভিকারিও তার এবং ডোকুর শট দারুণভাবে রক্ষা করেন, আর সাভিনহো একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে বল ক্রসবারের ওপর দিয়ে মারেন।