মারুফের দেশি আবাহনীই প্রথম লেগে দ্বিতীয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম লেগ শেষ হওয়ার এক রাউন্ড আগে মোহামেডানের শীর্ষ স্থান নিশ্চিত হয়েছে। আজ পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জকে হারিয়ে ঢাকা আবাহনীও টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। আট ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ১৯। শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে হারলেও আবাহনীর দ্বিতীয় স্থান নড়চড় হবে না। আবাহনী ব্রাদার্স ইউনিয়নকে শেষ ম্যাচে হারাতে পারলে এবং মোহামেডানও জিতলে পাঁচ পয়েন্ট ব্যবধান থাকবে দুই দলের মধ্যে।
রহমতগঞ্জ ও আবাহনী কয়েক রাউন্ড যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিল। আজ আবাহনী রহমতগঞ্জকে হারানোয় রহমতগঞ্জ এখন দ্বিতীয় স্থান থেকে চার পয়েন্ট পেছনে পড়েছে। আজ আবাহনীর হয়ে একমাত্র জয়সূচক গোল করেন শাকিল হোসেন। ম্যাচের ৬৮ মিনিটে তিনি গোল করেন৷
ঢাকা আবাহনী এবার প্রথম লেগে বিদেশি ফুটবলার ছাড়াই খেলছে। বিদেশি ফুটবলার ছাড়া খেলেও আট ম্যাচে মাত্র এক গোল হজম করেছে। ঢাকা মোহামেডানই আবাহনীর বিপক্ষে একবার বল জালে পাঠিয়ে পুর্ণ তিন পয়েন্ট পেয়েছে। আর ফর্টিজ গোলশূন্য ড্র করেছিল। বাকি ৬ ম্যাচ আবাহনী জিতেছিল।