শিরোনাম

সিটির দুর্ভোগ কাটাবেন গার্দিওলা, বিশ্বাস হালান্ডের

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন   |   ফুটবল

সিটির দুর্ভোগ কাটাবেন গার্দিওলা, বিশ্বাস হালান্ডের

১২ ম্যাচে ৯ হার, জয় কেবল একটিতে। শেষ কবে এমন অবস্থায় পড়েছে ম্যানচেস্টার সিটি, তা মনে করাটা দুষ্কর বলতে গেলে। কোচিং ক্যারিয়ারে এতোটা বাজে সময় কখনোই কাটাননি পেপ গার্দিওলা। তবুও তার হাত ধরেই সিটি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন দলটির তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ড। গতকাল অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলের হার সিটিকে শিরোপা লড়াই থেকে অনেকটাই দূরে ছিটকে দেয়। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেছে তারা। যা তোপের মুখে ফেলে দিয়েছে গার্দিওলাকে। হালান্ড বলেন, ‘সাত বছরে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি (গার্দিওলা), আমরা কখনোই সেটা ভুলব না। তিনি সমাধান খুঁজে নেবেন। প্রতি বছর সেটাই করে আসছেন। আমরা এখনো তার ওপর আস্থা রাখছি। এখনকার চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে আমাদের। ’ লিগের শুরুতেই গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন হালান্ড। প্রথম পাঁচ ম্যাচে জাল কাঁপান দশবার। কিন্তু মাঝপথে এসে সেই ছন্দ হারিয়েই ফেললেন নরওয়ের এই ফরোয়ার্ড। গত আগস্ট থেকে এখন পর্যন্ত কেবল গোল করেছেন তিনটি। তার ফর্মহীনতা যে সিটির দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। হালান্ড বলেন, ‘প্রথমত, আমি নিজেকে নিয়ে ভাবছি। কারণ আমি যথেষ্ট ভালো খেলতে পারছি না, সুযোগ কাজে লাগাতে পারছি। আমাকে ভালো করতে হবে। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস এখন সেরা অবস্থায় নেই। আমরা জানি, আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা প্রত্যেক মানুষের ওপরই প্রভাব ফেলে। বিষয়টা এমনই, কঠিন হলেও আমাদের ইতিবাচক থাকতে হবে। ’

ফুটবল এর আরও খবর: