শিরোনাম

রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন   |   ফুটবল

রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লিগ ফুটবলে আজ রাতে মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।  চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজেদের ১৮টি ম্যাচের ১২টিতে জয় দিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। শীর্ষ স্থান ধরে রেখেই এই মৌসুমের শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যেতে চায় কাতালানরা। তাই অ্যাটলেটিকোর বিপক্ষে জয়কে লক্ষ্য করেই মাঠে নামবে হানসি ফ্লিকের শিষ্যরা। 

এদিকে, সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লা লিগা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলটির লক্ষ্য বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নেয়া।  অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত ২টায়।  

ফুটবল এর আরও খবর: