শিরোনাম

ফাইনাল মানেই যেন নিষ্প্রভ সালাহ

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০১ অপরাহ্ন   |   ফুটবল

ফাইনাল মানেই যেন নিষ্প্রভ সালাহ

আরও একটা ফাইনাল। আরও একবার হতাশাজনক পারফরম্যান্সের মোহাম্মদ সালাহর। গতকাল ইংলিশ লিগ কাপের ফাইনালে নিউক্যাসেলের বিপক্ষে রীতিমত ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স উপহার দিয়েছেন এই মিশরীয় তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে করেছেন ৩২ গোল। সঙ্গে আছে ২২ অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দে আছেন। ২৯ ম্যাচে করেছেন ২৭ গোল আর সঙ্গে আছে ১৭ অ্যাসিস্ট। নামের পাশে আছে রেকর্ড গড়ার হাতছানি। বিবেচনা করা হচ্ছিল মৌসুমসেরার ব্যালন ডি' অরের জন্য। কিন্তু মৌসুমের প্রথম ফাইনালে, নিউক্যাসেলের বিপক্ষে বিগ ম্যাচে সালাহ যেন ছিলেন পুরোপুরি খোলসে বন্দী। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও খুব বেশি কিছু করা হয়নি। এবার লিগ কাপের ফাইনালেও সমর্থকদের পুরোপুরি হতাশ করেছেন মোহাম্মদ সালাহ। 

গতকালের ফাইনালে নিউক্যাসেল এবং লিভারপুল ম্যাচে মাঠে থাকা ২২ জনের মধ্যে সবচেয়ে কম বল স্পর্শ করেছেন সালাহ। পুরো ৯০ মিনিট মাঠে থেকে মাত্র ২৩ বার বলে টাচ ছিল মিশরীয় ফরোয়ার্ডের। ম্যাচে নিউক্যাসেলের ডিফেন্ডার ড্যান বার্নের কাছে পুরোটা সময় সালাহ কতটা নাজুক অবস্থায় ছিলেন, তারই যেন এক নমুনা এটি। অবশ্য সালাহর জন্য এমনটা নতুন কিছু নয়। সময়ের অন্যতম সেরা এই তারকাকে ফাইনালে খুঁজে পাওয়া যেন কিছুটা দুষ্কর। ক্লাব লিভারপুল এবং জাতীয় দল মিশরের হয়ে ১১ ফাইনাল খেলেছেন সালাহ। যার মাঝে করেছেন মোটে ২ গোল আর ২ অ্যাসিস্ট। সেই ২ গোলও এসেছে পেনাল্টির সুবাদে। 

২০১৭ সালে আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনাল এবং ২০২২ কমিউনিটি শিল্ড ফাইনালে করেছেন অ্যাসিস্ট। কমিউনিটি শিল্ডের সেই ফাইনালে গোলও করেছিলেন সালাহ। আরেকটা ফাইনাল গোল ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগে। লিভারপুলের হয়ে সবমিলিয়ে খেলেছেন ৯ ফাইনাল। যার মাঝে আছে ২ গোল আর ১ অ্যাসিস্ট।

এছাড়া ২০২২ সালের বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সেনেগালের বিপক্ষে মাস্ট উইন ম্যাচেও হতাশ করেছিলেন সালাহ। আফকনের ফাইনালে সেনেগালের বিপক্ষেই ছিল তার পেনাল্টি মিস। প্রিমিয়ার লিগ বা বাছাইপর্বের বাকি সময়ে উড়ন্ত সালাহর ফাইনালের এমন ফর্ম ভুগিয়েছে তার দলকেও। যার সবশেষ প্রমাণ লিগ কাপের ফাইনালে নিউক্যাসেলের বিপক্ষে লিভারপুলের ২-১ গোলের হার। 

ফুটবল এর আরও খবর: