শিরোনাম

বিমানের টিকিটে ১০ দিনের শুল্ক ছাড়

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

বিমানের টিকিটে ১০ দিনের শুল্ক ছাড়

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ করেই বাড়তি আবগারি শুল্ক কার্যকর করায় তৈরি হওয়া জটিলতা সামলাতে গত ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করার কথা জানিয়েছে সংস্থাটি। বিমান টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে, যা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে জমা দেয়। তবে বিমান সংস্থাগুলো সাধারণত ছয় মাস আগেই টিকিট বিক্রি শুরু করে, অথচ নতুন শুল্ক কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ফলে আগে কেনা টিকিটে আগের শুল্কই কাটা হয়েছে, আর নতুন শুল্ক আরোপ করাও সম্ভব হয়নি।

এই জটিলতা দূর করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দেয়, যার পরিপ্রেক্ষিতে ৯-১৮ জানুয়ারি ইস্যু করা টিকিট বা যাত্রীদের কাছ থেকে বাড়তি আবগারি শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ৯ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ বিমানযাত্রায় আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ থেকে ১,০০০, এশিয়ার অন্যান্য দেশে ২,০০০ থেকে ২,৫০০ এবং ইউরোপ ও আমেরিকায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: