শিরোনাম

৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড কারখানা

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন   |   পোষাক শিল্প

৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড কারখানা

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধের নয় দিন পর খুলে দেয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন নামের তৈরি পোশাককারখানা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কারখানাটি সচল হয়। তবে একই মালিকানায় ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড কারখানাটি বন্ধ রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন কারখানার শ্রমিকরা পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ২৬ ও ২৭ নভেম্বর বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে বিশৃঙ্খলা এড়াতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্ধ হওয়ার নয় দিন পর শনিবার কারখানা খুলে দেয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলাও সৃষ্টি হয়নি। টানা নয় দিন পর কারখানা খোলায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে।

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন কারখানার ম্যানেজার (এডমিন) আবু ইউসুফ সিদ্দিকী বলেন, ‘শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল। তারা তাদের ভুল বুঝতে পেরে সবাই কাজে যোগ দিয়েছে। তাদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা বলেছিলাম, সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেয়া হবে। কিন্তু তারা বলেছিল, দু’ ঘণ্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।’ গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক মোরশেদ জামান বলেন, ‘সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন কারখানা নয় দিন বন্ধ থাকার পর আজ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮টায় সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।’ তিনি আরো বলেন, ‘কারখানার মূল ফটকে আমাদের শিল্প পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।’



পোষাক শিল্প এর আরও খবর: