কুমিল্লায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কিত পর্যালোচনা সভা কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ জনাব মোঃ আঃ রহিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, ঋণ আদায় মহা বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজীব, ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম ।
কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এর সভাপতিত্বে পরিচালিত উক্ত সভায় অংশগ্রহণ করেন কুমিল্লা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপকবৃন্দ, বিভাগের মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ,শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দসহ বিভিন্ন কার্যালয়ের নির্বাহী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।