শিরোনাম

টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত

 প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন   |   রাজনীতি

টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। বৈঠকে টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্বারোপ করেছে জামায়াত।  শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।

রাজনীতি এর আরও খবর: